ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাবেক সভাপতির মৃত্যুতে শোকসভা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৩, ২৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লা ডায়াবেটিক সমিতির সাবেক সভাপতি ডা. এম ওয়ালী উল্লাহর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার দুপুরে সমিতির হলরুমে আয়োজিত এ শোক সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও হাসপাতালটির প্রধান পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

সভাপতি মেহেরুন্নেছা বাহারের সভাপতিত্বে শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডা. তৌফিকুন্নবী খান লিটন, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসীম, সিনিয়র কনসাল্টেন্ট ডা. দিলরুবা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল হাসান রোমেন, জিএম সিকদার, ক্যাপ্টেন অব. জাবেদ ওয়ালী।

এছাড়াও অন্যান্য চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি