ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

চলনবিলের কোন মানুষ না খেয়ে থাকবে না: পলক    

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৬, ২৯ জুলাই ২০২০ | আপডেট: ২০:১৭, ২৯ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

করোনাকালীন সময়ে বন্যায় ক্ষতিগ্রস্থ নাটোরের চলনবিলের একটি মানুষকেও অনাহারে থাকবে না বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

বুধবার প্রতিমন্ত্রী বন্যাকবলিত নাটোরের সিংড়ায় তিনটিনহ ৫ টি আশ্রয় কেন্দ্রসহ কয়েকটি এলাকায় ত্রান বিতরণ কালে এসব কথা বলেন । 

এবারের বন্যায় উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ডের মানুষ এখন পানিবন্দি এবং সাড়ে ৩ হাজার হেক্টর জমির ফসল ও প্রায় এক'শ পুকুরের মাছ ভেসে গেছে। বন্যার্ত মানুষদের খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন বাধ রক্ষায় নানা রকম কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পরে তিনি আত্রাই নদী তীরের বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এসময় ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামতের নির্দেশ দেন।

এসময় সিংড়া উপজেলা আওয়ামী লীগ ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন,কলম ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম চুনু প্রমুখ তার সাথে ছিলেন।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি