ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

দৌলতদিয়ায় ব্যাহত ফেরি চলাচল, যানবাহনের দীর্ঘ সারি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৫, ৩০ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

পদ্মায় তীব্র স্রোতের কারণে ব্যাহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল। ফলে দৌলতদিয়া প্রান্তে দীর্ঘ হয়ে চলেছে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা। 

ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়ক পারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যানবাহন। আজ সকাল থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় ঘরমুখী মানুষের চাপও বেড়েছে।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মাহাবুবুর রহমান জানান, ‘স্রোতের কারণে ফেরি পারাপারে সময় বেশি লাগছে। এ জন্য ঘাটে যানবাহনের সিরিয়াল। দৌলতদিয়া পাটুরিয়া রুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে।’

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি