ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

আজও দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৮, ৮ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নদীতে তীব্র স্রোতে আজও ফেরি চলাচলে ব্যাহত হচ্ছে। পাশাপাশি যানবাহনের বাড়তি চাপ ভোগান্তি আরও চরমে ঠেলে দিয়েছে। এতে করে পারাপারের অপেক্ষায় হাজার হাজার যানবাহন। 

ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের ৮ কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। আর এতে করে ঘণ্টার পর ঘণ্টা পারের অপেক্ষায় থেকে দুর্ভোগে চালক ও যাত্রীরা।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, ঈদে যানবাহনের বাড়তি চাপ ও নদীতে প্রচন্ড স্রোত এবং শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে। এই রুটে ১৭টি ফেরি চলাচল করছে। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি