ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

ভোলার সঙ্গে লক্ষীপুর-ঢাকা রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ২৬ আগস্ট ২০২০

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে ভোলা-লক্ষীপুর ও ভোলা-ঢাকা রুটের লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে। অতিজোয়ারে জেলার অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে।

নিম্নচাপের প্রভাবে সকাল থেকে জেলায় ঝড়-বৃষ্টি হচ্ছে। ঝড়ো বাতাসে ঢেউয়ের আঘাতে ডুবে গেছে ইলিশা লঞ্চঘাটের পন্টুন। ফলে বন্ধ হয়ে যায় লঞ্চ ও ফেরি চলাচল।  উত্তাল হয়ে ওঠা মেঘনার অতিজোয়ার ফের আঘাত হেনেছে জেলা শহররক্ষা বাঁধে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নেতৃত্বে শতাধিক শ্রমিক মঙ্গলবার রাত থেকে বাঁধ রক্ষায় কাজ করছে। 

পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক আব্দুল হান্নান জানান, বালি ভর্তি জিও টেক্সটাইল টিউব ডাম্পিং করে পানি প্রবেশ বন্ধ করার চেষ্টা চলছে।

এমবি//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি