ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

মৃতদেহ নিয়ে ফেরার পথে লাশ হলো আরও ৬ জন

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১১, ৯ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৯:৩২, ৯ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

শিশু সন্তানের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হলো একই পরিবারের ৬ জন। আজ বুধবার বিকাল ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স, কাভার্ডভ্যান ও একটি বাসের মধ্যকার ত্রিমুখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী এবং বাকি পাঁচজন পুরুষ।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তারা রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে ঝালকাঠি ফিরছিলেন বলে জানা গেছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল আহসান জানান, ‘অ্যাম্বুলেন্সটিতে এক শিশুর মৃতদেহ নিয়ে ঝালকাঠি ফিরছিলেন স্বজনরা। গাড়ীতে মোট ৭ জন ছিলেন। অ্যাম্বুলেন্সটি বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী খুলনার গাজী রাইস মিল লেখা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় কাভার্ডভানের পেছনে থাকা যাত্রীবাহী এম.এম পরিবহন নামের একটি বাস ওই কাভার্ডভ্যানের উপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্সে থাকা ৬ যাত্রীর। একজন বেঁচে গেলেও তার অবস্থা আশঙ্কাজনক’

ওসি আরও জানান, ‘উপজেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গেছে। তাই অ্যাম্বুলেন্স কেটে ভেতর থেকে মৃতদেহ বের করা হচ্ছে। দুর্ঘটনার ফলে বরিশাল-ঢাকা মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে রাস্তার দুই প্রান্তে অসংখ্য যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে। এতে যাত্রী এবং শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।’

এআই//এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি