ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাই নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৬, ১০ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৭:০৮, ১০ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে আপন বড় ভাইয়ের ইটের আঘাতে ছোটভাই মিজান (৩৮) নিহত হয়েছে। তারা কাশেমপুর মৃত আহম্মদ আলীর ছেলে। এঘটনায় বড়ভাই দুলালকে আটক করেছে লালপুর থানা পুলিশ। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুয়ারিয়া ইউপির কাশেমপুর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বহস্পতিবার সকালে পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাধে। কথা কাটাকাটি এক পর্যায়ে বড় ভাই দুলাল আক্রোশের বশে তার ছোটভাই মিজানের মাথায় ইট দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নেওয়ার পথে মিটানের মৃত্যু হয়।

খবর পেয়ে লালপুর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বড় ভাই দুলালকে আটক করে থানায় নিয়ে যান।

লালপুর থানার ওসি সেলিম রেজা জানায়, ঘটনাস্থল পরিদর্শ করে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় একটি হত্যা মামলার দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের ভাই দুলালকে গ্রেফতার করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি