ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

ভবদহের ৪০ গ্রামে এখনও জলাবদ্ধতা (ভিডিও)

যশোর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩০, ২২ সেপ্টেম্বর ২০২০

অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। অভয়নগর উপজেলা ভবানীপুর গ্রামে শ্রী নদীর ওপর নির্মিত ভবদহ স্লুইসগেট দিয়ে দুই জেলার পাঁচ উপজেলার ৫৪টি বিলের পানি নিষ্কাশিত হয়। কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে পলি মাটির স্তর। সংস্কারের অভাবে স্লুইচগেটগুলোও অকেজো অবস্থায়।

এমতাবস্থায় অভয়নগর ও মনিরামপুর উপজেলার ৪০টি গ্রামে এখনও জলাবদ্ধতা। পানিবন্দী অবস্থায় লক্ষাধিক মানুষ। তাদের অভিযোগ দীর্ঘদিনের এ দুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। নেয়া হচ্ছে একের পর এক নিস্ফল প্রকল্প। 

ভুক্তভোগীরা জানান, ‘নদী মারা গেছে, ভবদহের কারণে ৫৪টি বিলের পানি নিষ্কাশিত হলেও তা এখন বন্ধ। ফলে, বিপাকে পড়েছি আমরা। ভবদহের কারণে গোটা এলাকার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এটি থাকা না থাকা একই কথা।’

সরেজমিনে ঘুরে দেখা যায়, বৃষ্টিতে উপচে পড়ছে পানি। প্লাবিত হচ্ছে গ্রাম। দুর্ভোগে আছেন জলাবদ্ধ মানুষেরা। স্থানীয়রা বলছেন এ জলাবদ্ধতা থেকে রক্ষার একমাত্র উপায় টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা টিআরএম প্রকল্প। এর মাধ্যমে নদী সংলগ্ন যে কোন বিলে জোয়ারাধার তৈরি করে সহজে পলি অপসারণ করা সম্ভব। 

এলাকাবাসী জানান, ‘টিআরএম ছাড়া নদী বাঁচবে না, কিন্তু নদী খননের নামে মেরে ফেলা হচ্ছে। প্রকল্পটি চালু করতে না দিয়ে নদীকে অকেজা করা হচ্ছে।’

ভবদহের জলাবদ্ধতা রোধে ৮শ’৮ কোটি টাকার প্রকল্প নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কর্তৃপক্ষের দাবি এতে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন হবে। 

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, ‘ভাটায় পানি নেমে গেলে তখন এটি নিষ্কাশন করা যাবে। তবে স্থায়ীভাবে সমাধানের জন্য আমাদের একটি প্রজেক্ট চলমান রয়েছে। সেটি বাস্তবায়ন হলে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন করতে পারবো।’

তবে এই প্রকল্প কোন কাজে আসবে না বলে মনে করছেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম ও আন্দোলন কমিটি। সংগঠনটির  প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ বলেন, ‘পানিসম্পদ মন্ত্রী মো. জাহিদ ফারুক স্থানীয় এমপির সাথে দেখা করে এটি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এটাকে বাদ দিয়ে ৮শ’৮ কোটি টাকার প্রজেক্ট জমা দিয়েছে, যেখানে টিআরএম নেই। কিছু অপ্রয়োজনীয় খাল ও নদী খননের জন্য দিয়েছেন, যা দিয়ে কোন উপকার হবে না।’

এআই//এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি