ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টাঙ্গাইলে আদিবাসীদের মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৩৮, ২২ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ভূমি দখলমুক্ত করার দাবিতে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন করেছে আদিবাসীরা। জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ ও আদিবাসী ছাত্রজনতার আয়োজনে আজ মঙ্গলবার সকালে মধুপুরের পচিশ মাইল বাজারে এই মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে মধুপুরের কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর বাজারের গারো সম্প্রদায়ের বিশ্বনাথ গারোর ৩ দশমিক ৮১ একর বেদখলকৃত জমি দখলমুক্ত করার দাবি জানানো হয়। এছাড়া ভূমি দস্যুদের হাত থেকে নিরীহ আদিবাসীদের ভূমি রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। 

এতে বক্তব্য রাখেন, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সাধারণ সম্পাদক হেরিট সাংমা, সাংগঠনিক সম্পাদক প্রবীন চিসিম, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সাবেক সহ সভাপতি শ্যামল মানখিন, গারো স্টুডেন্ট ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিয়াং রিছিল ও বিশ্বনাথ চাম্বু গং এর নাতনী প্রভাতী চাম্বু গংসহ অনেকে। 

মানববন্ধনে মধুপুর গড় এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার আদিবাসীরা অংশ নেন। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি