ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

অপহরণের অভিযোগে কারাভোগ: পুলিশসহ ৮ কর্মকর্তাকে তলব 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৮, ২ অক্টোবর ২০২০ | আপডেট: ২২:০৫, ২ অক্টোবর ২০২০

নারায়ণগঞ্জে অপহরণ ও হত্যার অভিযোগে এক নারীর দেড় বছর কারাভোগ, ৬ বছর পর আদালতে যুবক হাজিরের ঘটনায় পুলিশ, ডিবি, ও সিআইডির ৮ কর্মকর্তাকে তলব করেছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আফতাবুজ্জামানের আদালত এই নির্দেশ দেন।

মামলার এজহার থেকে চার্জশীট পর্যন্ত পুলিশ ও সিআইডির যে ৮ জন কর্মকর্তা তদন্ত করেছেন তাদের ৭ কার্য দিবসের মধ্যে লিখিত তদন্ত প্রতিবেদন সহ আদালতে হাজিরা হতে বলা হয়েছে। নারায়ণগঞ্জ সিআইডি’র বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দন এ তথ্য নিশ্চিত করে বলেন, এই মামলার শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশ, ডিবি ও সিআইডির যে আট কর্মকর্তা তদন্ত করেছেন তাদের তলব করেছেন আদালত।  

মামলাটি যারা তদন্ত করেছেন, ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান, গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই মিজানুর রহমান, এস আই সফিকুর রহমান, এস আই আশরাফুল ইসলাম, পুলিশ পরির্দশক মোহাম্মদ আফজাল হোসেন তালুকদার, নারায়ণগঞ্জ সিআইডি এসআই জিয়াউদ্দিন উজ্জলসহ দুই ঊর্ধ্বতন কর্মকর্তা।  

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি