ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

কোটি টাকার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ফেনী প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৩৪, ৭ অক্টোবর ২০২০

ফেনীতে এক কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ বুধবার ভোরে ঢাকা-চট্রগ্রাম মহসড়কের হাজারী রোডস্থ রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়। 

সকালে জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে পুলিশ সুপার নুরুন্নবী সাংবাদিকদের জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- মহাসড়কের ঢাকামুখী লেনে একটি সাদা রংয়ের পিকআপ ভ্যান বিপুল পরিমাণ ইয়াবাসহ অবস্থান করছে। পরে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। 

একপর্যায়ে পিকআপ ভ্যান থেকে মো. আমির হোসেন ও মো. রফিক আলম নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে, গাড়ীর ভেতরের বক্সে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০টি প্যাকেটে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১ কোটি টাকা।’

আটককৃতরা কক্সবাজার জেলার উখিয়া থানার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এআই/এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি