ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

বানভাসীদের মাঝে সিংড়ার মেয়রের মানবিক সহায়তা  

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:১০, ৮ অক্টোবর ২০২০

সিংড়ায় আত্রাই নদীর পানির চাপে পৌর এলাকার শোলাকুড়া গ্রামে পাকা সড়ক ভেঙ্গে ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের প্রায় ৫ হাজার লোকের যোগাযোগ সম্পূর্ণ বিছিন্ন হয়ে পড়েছে। ভাঙ্গনের ফলে বাড়ি-ঘর হারিয়ে কারো ঠাঁই হয়েছে আশ্রয় কেন্দ্রে ,আবার কারো নদীর বাঁধে খোলা আকাশের নিচে। 

নদীর পানির তোড়ে ভেসে গেছে চলনবিলের কৃষকের স্বপ্নের সোনার ফসল। সব কিছু হারিয়ে মানুষ এখন অসহায়। যোগাযোগ বিচ্ছিন্নর কারণে রাস্তায় চলে না কোন গাড়ী। 

সেই অসহায় আশ্রয়হীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা চাল, ডাল, লবণ, চিনি, তেল এর ১৮ কেজি ওজনের তিনটি বস্তা মাথায় নিয়ে আধা কিলোমিটার হেটে গেলেন সিংড়ার পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। সঙ্গে থাকা কর্মীদের মাথায় তুলে দিলেন ত্রাণের বস্তা। পরে ৩শতাধিক বানভাসীকে মানবিক সহায়তা পৌছে দেন তিনি। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শহরের মহেশচন্দ্রপুর বন্যা কবলিত এলাকায় এমন দৃশ্য চোখে পড়ে। 

ত্রাণ নিতে আসা শাহিনা বেগম সিংড়ার মেয়রকে মানবিক মেয়র বলে আখ্যায়িত করেন। এসময় পৌর কাউন্সিলর আব্দুল আউয়াল রিংকু, গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল সহ আওয়ামীলীগের  অর্ধ শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি