ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫

নলছিটির শিক্ষক শংকর দাস আর নেই

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা

প্রকাশিত : ১৭:৪৬, ১২ অক্টোবর ২০২০ | আপডেট: ১৭:৪৯, ১২ অক্টোবর ২০২০

শিক্ষক সমিতির সাবেক নেতা শংকর দাস

শিক্ষক সমিতির সাবেক নেতা শংকর দাস

Ekushey Television Ltd.

ঝালকাঠির নলছিটির শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সাবেক নেতা শংকর দাস (৭৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি তার ছেলে অঞ্জন দাস (সুমন) এর বাসভবনে আজ সকাল সাড়ে ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বরিশালের মহাশ্মশানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। তিনি নলছিটি শহরের হরিসভা মন্দির সড়কের বাসিন্দা। 

এ শিক্ষকের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় হরিসভা মন্দির কমিটির সভাপতি পরেশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক উত্তম কুন্ড, প্রেসক্লাব সভাপতি এনায়েত করিম, নলছিটি উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি যনার্দন দাস, সেক্রেটারি তপন দাস, বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট ফণি ভূষণ দাস, সাংবাদিক মিলন কান্তি দাস, ব্যবসায়ী নেতা গৌতম কর্মকার।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি