ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

মেহেরপুরের গাংনীতে স্ট্যাম্প ব্যাবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ

মেহেরপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:২০, ২৮ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

মেহেরপুরর গাংনী সাব-রেজিস্ট্রি অফিসের স্ট্যাম্প ব্যাবসায়ী নুর ইসলামের  বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির  বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাকাসী। বুধবার দুপুরে  সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। 

এসময় বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সাবেক পৌর মেয়র আহম্মেদ আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু সহ ছাত্রী লীগের নেতৃবৃন্দ।  বিক্ষোভ মিছিলটি গাংনী বাস ষ্ট্যান্ড থেকে শুরু করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে হয়। পরে  সমাবেশে অংশ গ্রহন করে বিক্ষোভকারীরা। 

সমাবেশে বক্তারা  বলেন, জাল স্ট্যাম্প বিক্রি সহ সিন্ডিকেটের মাধ্যমে সরকারি নির্ধারিত মুল্যের অতিরিক্ত টাকা হাতিয়ে  কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন স্ট্যাম্প ব্যাবসায়ী নুর ইসলাম। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবী জানানো হয় বিক্ষোভ সমাবশে থেকে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি