ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

নলছিটিতে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ৩১ অক্টোবর ২০২০

‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ পালিত হয়েছে। আজ শনিবার নলছিটি থানা পুলিশের আয়োজনে এ উপলক্ষ্যে অলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

সকাল ১০ টায় থানা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী। 

নলছিটি থানার ওসি তদন্ত (ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ) মো. আ. হালিম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও  জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মজিবুর রহমান খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী,পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এস্কান্দার আলী খান, নলছিটি পৌরসভার প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো, পৌর কাউন্সিলর মো. জামাল খান, পলাশ তালুকদার, নলছিটি প্রেসক্লাবের সহসভাপতি মো. ইউসুফ আলী তালুকদার, শিক্ষক মিলন কান্তি দাস প্রমুখ।

সভায় কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন কার্যক্রম ওপর বিস্তারিত আলেচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। 

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি