ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

নড়াইলে চেয়ারম্যানের সার্টিফিকেট জালিয়াতির প্রতিবাদে মানববন্ধন  

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২২, ৪ নভেম্বর ২০২০

নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জালিয়াতির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নড়াইলবাসীর ব্যানারে বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের বাশঁগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা বিপ্লব বিশ্বাস বিলোসহ বিভিন্ন পেশার মানুষ।

বক্তারা বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে হলফনামায় নিজাম উদ্দিন খান নিলু শিক্ষাগত  যোগ্যতার ভুয়া তথ্য দিয়ে উপজেলা পরিষদ আইন লঙ্ঘন করেছেন।

তিনি বিএ এবং এমএসসি পাশ না হওয়া স্বত্তেও জাল সার্টিফিকেট প্রদান করেছেন। ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশের সার্টিফিকেট সঠিক নয়, তা প্রাথমিক ভাবে প্রমাণিত হয়েছে। ভুয়া তথ্য দিয়ে নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তার অপসারণ ও শাস্তি দাবি করেন মানববন্ধনকারীরা।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি