ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

কোস্ট গার্ডের অভিযানে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৯, ৪ নভেম্বর ২০২০

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক বিশেষ অভিযানে একটি পিক-আপ (চট্ট মেট্টো-ন-১১-৮৪৪৮) তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৬ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন টেকনাফ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য যানান।

লেঃ খন্দকার মুনিফ তকি বলেন, উদ্ধারকৃত ইয়াবাগুলো পিক-আপ এর পিছনে বক্স বাম্পারে ঝালাই করে বিশেষভাবে লুকায়িত ছিল। উক্ত পিক-আপটি টেকনাফ বাজারে রাখা ছিলো এবং পিক-আপ এ কোন চালক না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবা ও পিক-আপটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এসি
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি