ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে গণপ্রকৌশল দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩০, ৯ নভেম্বর ২০২০

“নীল অর্থনীতি এনে দেবে সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে নানান আয়োজনে সোমবার ঠাকুরগাঁওয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী(সুবর্ণ জয়ন্তী)পালিত হয়েছে।
  
এ উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইডিইবি) ঠাকুরগাঁও জেলা শাখা জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। সংগঠনের সভাপতি সহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন, ঠাকুরগাঁও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মহিদুল আলম, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রমুখ।

এসময় সংগঠনের নেতাকর্মী ছাড়াও টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি