ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রমের উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:০৩, ৯ নভেম্বর ২০২০

মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের আওতায় সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম শুরু হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে আশ্রয়ন প্রকল্পের আওতায় দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সকল ভুমিহীন ও গৃহহীন 'ক' শ্রেণীর পরিবার পুনর্বাসনের লক্ষ্যে স্থানীয় দুঃস্থ বিধবা মোছাঃ ময়নার নামে জমি বন্দোবস্তসহ গৃহ নির্মার্ণ কাজের উদ্ভোধন করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। 

এসময় তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে আশ্রয়ন প্রকল্পের আওতায় সকল ভুমিহীন ও গৃহহীন 'ক' শ্রেণীর পরিবার পুনর্বাসনের লক্ষ্যে গৃহ নির্মার্ণ করে দিচ্ছে সরকার। এ পর্যন্ত ঠাকুরগাঁও জেলায় মট ৬৪৯টি ঘর বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে সদর উপজেলায় প্রথম পর্যায় ৩০৩টি ঘরের মধ্যে ঢোলারহাট ইউনিয়নে ১১২টি ঘর বরাদ্দ দেয়া হয়।  প্রতিটি ঘর নির্মার্ণ বাবদ ১ লাখ ৭০ হাজার টাকা (ভ্যাট ছাড়া) বরাদ্দ হয়েছে। এর মধ্যে সোমবার ৩০টি ঘর নির্মার্ণ কাজ শুরু হলো। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান সোহাগ, ঢোলারহাট ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল ও স্থানীয় প্রশাসনসহ অনন্যা ব্যক্তিবর্গ।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি