ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

উলিপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩১, ১০ নভেম্বর ২০২০

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় নুরুন্নবী মিয়া (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহীর স্ত্রী মমতাজ বেগম। 

এসময় আহত মমতাজকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার দুপুরে উলিপুর-রাজারহাট সড়কে বসারবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

উলিপুর থানার ওসি মোয়াজ্জোম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার পৌরসভার যোগিপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র নুরুন্নবী মিয়া ও স্ত্রী মমতাজ বেগম মোটর সাইকেলযোগে রংপুর যাওয়ার পথে উলিপুর-রাজারহাট সড়কে বসারবাজার নামক স্থানে পৌঁছায়।

এসময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন মমতাজ বেগমকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি