ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

মেয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৬, ১৩ নভেম্বর ২০২০

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মালবোঝাই দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় জাহেরা খাতুন (৬১) নামে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। 
       
শুক্রবার দুপুরে পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের গোরাপীর নামক স্থানে মাল বোঝাই ট্রাক পিছন থেকে মোটর সাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহেরা খাতুন দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর গ্রামের আশরাফুল হকের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলের সাথে মোটরসাইকেল যোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে যাচ্ছিল জাহেরা খাতুন। পিছন দিক থেকে একটি মালবোঝাই দ্রুতগতির ট্রাক তাদের ধাক্কা দিলে ছিটকে পরে যায় মোটর সাইকেল আরোহীরা।

এসময় মোটর সাইকেলের পিছনে বসে থাকা ওই বৃদ্ধা গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি