ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

টাঙ্গাইলে মাওলানা ভাসানীকে শ্রদ্ধাভরে স্মরণ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৪, ১৭ নভেম্বর ২০২০

টাঙ্গাইলে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে।  ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার ভোর হতেই জেলার সন্তোষে ভাসানীর মাজারে ভক্ত ও মুরিদানদের ঢল নামে। 

প্রথমে ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ এবং মোনাজাতের  মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মো. আলাউদ্দিন। 

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী, মাওলানা ভাসানীর পরিবার, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ভাসানী ভক্ত ও মুরিদানরা মাজারে পুস্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। 

দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মিলাদ, দোয়া মাহফিল, ওরশ, দুঃস্থদের মাঝে খাবার বিতরণ, কাঙালী ভোজ, মাওলানা ভাসানীর কর্মময় জীবনের উপর আলোচনা সভা, বাউল গানসহ। 

এআই/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি