ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

রাজবাড়ীতে অপহরণের ৬ দিন পর মাদ্রাসা ছাত্রী উদ্ধার 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ১৮ নভেম্বর ২০২০

অপহরণের ৬ দিন পর নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে (১৬) উদ্ধার করেছে রাজবাড়ী পুলিশ। এ ঘটনায় আজ বুধবার সকালে একটি মামলা দায়ের হয়েছে। 

ওই ছাত্রীর মা জানান, ‘মাদ্রসায় যাওয়া আসার পথে তার মেয়েকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের শাহ আলম বেপারীর ছেলে মো. সোহান বেপারী (৩২) প্রেমসহ কু-প্রস্তাব দিত। বিষয়টি তার মেয়ে তাকে অবহিত করে। তারা তা সোহানের পরিবারের সদস্যদের অবহিত করেন। এতে সোহান ক্ষিপ্ত হয়। এর অংশ হিসেবে গত ১২ নভেম্বর তার মেয়ে পরীক্ষার খাতা আনতে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়। সে রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের রশোড়া পৌঁছালে সোহানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত মাইক্রোবাসে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।’
 
এ ব্যাপারে রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ‘অপহরণের ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে ৪ জনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত মামলার ৩নং আসামি ও রাজবাড়ীর উপজেলার কল্যাণপুরের মৃত মিজানুর রহমানের ছেলে মো. রায়হান খানকে গ্রেফতার করা হয়েছে। একইসাথে সোহানের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি