ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

ধামইরহাটে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৫, ২৩ নভেম্বর ২০২০

নওগাঁর ধামইরহাটে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে। সোমবার দুপুওে উপজেলার ঐতিহ্যবাহী চকময়রাম  সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মো. শহীদুজ্জামান সরকার।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আ.লীগের সভাপতি মো. দেলদার হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই-রব্বানী, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ। 

এর আগে প্রধান অতিথি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫টি ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন স্টল পরিদর্শন করেন। মেলার চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং সেননগর আলিম মাদ্রাসার ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবন সকলের দৃষ্টি আর্কষণ করে।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি