বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
প্রকাশিত : ১৫:২৭, ৬ ডিসেম্বর ২০২০

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের পাকুইজ্জাছড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে রতন প্রিয় ধীমান চাকমা (৩৫) নামে একজন নিহত হয়েছেন। সে বৌদ্ধ মঙ্গল চাকমার ছেলে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়িতে রতন প্রিয় ধিমান চাকমাকে উদ্দেশ্য করে প্রায় ৩৫/৪০ রাউন্ড গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা। এতে ঘটনা স্থলেই সে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রতন প্রিয় ধীমান চাকমা জেএসএস (এমএনলারমা) দলের সমর্থক। তিনি নানিয়াচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার দেহরক্ষী ছিলেন। গতকাল সন্ধ্যায় ছুটিতে বাড়ি এসেছিলেন।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন এখবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে।
ঘটনার পর বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
এএইচ/
আরও পড়ুন