ঢাকা, মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪

সিংড়ায় বিপন্ন প্রজাতির শকুন উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৭, ১৯ ডিসেম্বর ২০২০

চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া থেকে হিমালয়ী গৃধিনী বিপন্ন প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বামিহাল-কাকিয়ান গ্রামের ইনসান আলীর বাড়ি থেকে শকুনটি উদ্ধার করেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ‘শুক্রবার সন্ধ্যায় কাকিয়ান গ্রামের ধানক্ষেতের কারেন্ট জালে আটকে অসুস্থ বোধ করে শকুনটি। পরে মোবাইলফোনে ঢাকা ক্রাইম কন্ট্রোল ইউনিট এবং রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে বিষয়টি অবগত করেন স্থানীয় কিশোর রাফিউল ইসলাম রাজ। এরই সূত্র ধরে আজ সকালে শকুনটিকে উদ্ধার করা হয়।’

বর্তমানে পরিবেশ কর্মী হাসান ইমাম ও আব্দুর রশিদের তত্ত্বাবধানে শকুনটির সেবা যত্ন করা হচ্ছে। আগামীকাল রোববার রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় অফিসে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 

জানতে চাইলে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘এটা হিমালীয় গৃধিনী প্রজাতির শকুন। বিপন্ন পরিবেশ ও খাদ্যের অভাবসহ নানা সংকটে এরা ছুটে বেড়ায়। শকুনটিকে সুস্থ করে তুলতে সার্বিক ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এআই//আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি