ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

অসহায়দের কম্বল দিলেন পুলিশ সুপার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ৩১ ডিসেম্বর ২০২০

ঝালকাঠির কাঠাঁলিয়ায় অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। বুধবার (৩০ডিসেম্বর) রাতে কাঠাঁলিয়া উপজেলার বিভিন্ন স্থান ঘুরে শীতার্ত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। 

জেলা পুলিশের পক্ষ থেকে উপজেলার বিনাপানি বাজার, বাসস্ট্যান্ড, তালতলা বাজার ও আমুয়া সরদার পাড়া এলাকার এসব অসহায় ও শীতার্ত মানুষের খোঁজ খবর নেন এবং তাদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেন ফাতিহা ইয়াসমিন। 

এ সময় তার সাথে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) পুরক চন্দ্র রায়, ওসি (তদন্ত) প্রবাস চন্দ্র, শৌলজালিয়া উনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদ হোসেন রিপন, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ফোরকান।
 
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, ‘সমাজের অসহায় ও শীতার্ত মানুষের দুর্ভোগ ও কষ্টের কথা চিন্তা করে জেলা পুলিশের পক্ষ থেকে শতাধিক মানুষকে কম্বল দেয়া হয়েছে। পরবর্তীতে আরও কিছু মানুষকে শীতবস্ত্র দেয়া হবে।’ 

এসব অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বানও জানান তিনি।
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি