ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ০০:০৩, ৩ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোপিনাথদিয়া এলাকায় ট্রাকের চাপায় পড়ে বাবুল বিশ্বাস (২৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছে নিহতের ভাগ্নে মোটর সাইকেল চালক সোহাগ বিশ্বাস। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শনিবার রাত পৌনে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহত বাবুল বিশ্বাস রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউপির বিলজালিয়া গ্রামের লতিফ বিশ্বাসের ছেলে এবং আহত সোহাগ বিশ্বাস একই উপজেলার বিকয়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।

জানাগেছে, ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে মোটর সাইকেল নিয়ে বাড়ীতে ফিরছিলেন দূর্ঘটনায় নিহত বাবুল বিশ্বাস ও তার ভাগ্নে সোহাগ। রাজবাড়ী গোপিনাথদিয়া গোয়ালন্দ গামী দুইটি ট্রাক ওভারটেক করছিল। সে সময় মোটর সাইকেলকে ট্রাক চাপ দিলে সাইড দিতে গিয়ে রাস্তার ওপর থাকা খোয়ায় স্লিপ খেয়ে পাশের খালে মোটর সাইকেল চালক সোহাগ পড়ে গেলেও রাস্তার ওপর পড়েন বাবুল বিশ্বাস। তখন ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি