ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

মুজিববর্ষে মৌলভীবাজারে হত দরিদ্র মানুষের পাশে র‌্যাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩০, ৮ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদ্যাপনের লক্ষ্যে মৌলভীবাজারে র‌্যাব সেবা সপ্তাহ ঘোষণা করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

এই কর্মসূচির ধারাবাহিকতায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) জেলার জলের গ্রাম খ্যাত অন্তেহরিসহ কয়েকটি জায়গায় তিন শত কম্বল বিতরণ করে।

বৃহস্পতিবার বিকেলে এ কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিপিসি -২ (শ্রীমঙ্গল ক্যাম্প) স্কট কমান্ডার এএসপি আফসান-আল-আলম। এ  সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, সাংবাদিক এসকে দাশ সুমন, ডা: মঞ্জু চক্রবর্তী ও স্থানীয় ইউপি সদস্য অমর দাশ।

র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের স্কট কমান্ডার এএসপি আফসান-আল-আলম জানান, তাদের এ কর্মকান্ড অব্যাহত আছে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি