ঢাকা, শুক্রবার   ৩০ জানুয়ারি ২০২৬

সিংড়ায় ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৪, ৯ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নাটোরের সিংড়ায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় রাকিবুল (৮)  নামে এক শিশু নিহত হয়। শনিবার দুপুরে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের তালহারা এলাকায় এ মমার্ন্তিক ঘটনা ঘটে। নিহত  রাকিবুল উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের তালহারা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সিংড়ার তালহারা গ্রামে এস্কেভেটর মেশিন দিয়ে আবাদি কৃষি জমি খনন করে মাটি বহনের সময় মাটিবাহী ট্রাক্টর রাকিবুলকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত  রাকিবুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানা অফিসার ইনচার্জ নূরে-এ-আলম সিদ্দিকী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। 
কে আই//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি