ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ঘন কুয়াশায় বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২১, ১৮ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ অভ্যান্তরীণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) রোববার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে। যা সকাল পর্যন্ত দেখা যায়। 

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। 

জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায়। এতে করে দুর্ঘটনা এড়াতে রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশা কমলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি