ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

জলাবদ্ধতা নিরসনে কোদালী ছড়া খনন শুরু

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৫২, ২১ জানুয়ারি ২০২১

মৌলভীবাজার সদর উপজেলার তিনটি ইউনিয়নের কৃষি-মৎস সম্পদের উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কোদালী ছড়া খাল খননের কাজ শুরু হয়েছে।

বিকেলে দেশের ৬৪ জেলা নদী, খাল, জলাশয় পুন:খনন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে কোদালী ছড়া খনন কাজের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এ খনন কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। 

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড তত্বাবধায়ক প্রকৌশলী প্রকাশ কৃষœ সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, জেলা কৃষি কর্মকর্তা লুৎফুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, এক কোটি চার লাখ টাকা ব্যয়ে কোদালী ছড়া খালের সাড়ে চার কিলো মিটার পুন খনন করা হবে। ফলে তিন ইউনিয়নে প্রায় ৫ হেক্টর জমিতে ধান উৎপাদন বাড়বে। মৎস উৎপাদন বাড়বে। জলাবদ্ধতার কবল থেকে মুক্তি পাবে এলাকাবাসী। সেই সাথে দখল মুক্ত হবে কোদালী ছড়া। ছড়ার পানি প্রবাহ বৃদ্ধি পাবে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি