ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

এখনও বিদ্যুৎ পৌঁছেনি রাঙামাটি সদরের ৪০ গ্রামে (ভিডিও)

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৮, ২৬ জানুয়ারি ২০২১

এখনও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নবাসী। অথচ পানি পথে মাত্র চার কিলোমিটার দূরত্বে রাঙ্গামাটি শহর বিদ্যুতের আলোয় আলোকিত। এ যেন প্রদীপের নিচে অন্ধকার।

রাঙামাটি জেলা সদর থেকে ৪ কিলোমিটার দূরে বালুখালী ইউনিয়ন। এই ইউনিয়নের ৪০টি গ্রামে ১২ হাজারের বেশি মানুষের বসবাস। কিন্তু বিদ্যুতের আলো পৌঁছেনি আজও। 

ইউনিয়নবাসীর একমাত্র ভরসা চেরাগের বাতি ও সোলারের লাইট। তবে পর্যাপ্ত সোলার লাইট না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া। 

স্থানীয়রা জানান, যদি সরকার এখানে বিদ্যুতের ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের জন্য ভালো হয়। সোলার এবং বিদ্যুতের মধ্যে পার্থক্য আছে। যদি বিদ্যুৎ থাকতো তাহলে ভালো হতো। আমরা রাঙ্গামাটি সদরের লোক কিন্তু আজও বিদ্যুৎ পাইনি। বিষয়টি খুবই দুঃখজনক।

ইউনিয়নবাসীর বলছেন, তাদের একটাই দাবি বিদ্যুৎ।

৬নং বালুখালী ইউনিয়নের চেয়ারম্যান বিজয়গিরি চাকমা বলেন, রাঙ্গামাটি শহরে ফকফকা আলো থাকতে আমরা কেন অন্ধকারে থাকবো? এই প্রশ্ন সাধারণ মানুষেরা সবসময়ই আমাদেরকে করে থাকেন।

বালুখালী ইউনিয়নের উন্নয়নের লক্ষে শিগগিরই বিদ্যুতের সুবিধা পৌঁছে দেবে সরকার, এটাই তাদের প্রত্যাশা। 
ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি