ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মৌলভীবাজারে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যূত

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪০, ১৩ ফেব্রুয়ারি ২০২১

মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যূত হয়েছে।  এ ঘটনায় সিলেটের সাথে ঢাকা-চট্টগামের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

মাইজগাও রেলওয়ে ষ্টেশন মাষ্টার মরিরুল ইসলাম জানান, শনিবার বেলা ২টার সময় আখাউড়া থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন ভাটেরার হোসেন পুর নামক স্থানে এর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।  

কুলাউড়া স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, বেলা আড়াইটার দিকে কুলাউড়া  থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। 

খবর পেয়ে কুলাউড়া থানার ওফিসার ইনচার্জ  বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তেলভর্তি বগিগুলো পাহাড়া দিচ্ছেন। ওসি জানান, রেলযোগাযোগ চালু না হওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করবেন।

এঘটনায় সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।  উদ্ধার কাজ শেষ হতে দু'থেকে আড়াই ঘন্টা সময় লাগতে পারে।
উল্লেখ্য, এক সপ্তাহ পূর্বে ভাটেরা ষ্টেশনের অদূরে সিলেটের মাইজ গাঁওয়ে তেলবাহী ট্রেন লাইলচ্যুত হয়ে দীর্ঘ সময় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো।
কেআই//
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি