ঢাকা, বুধবার   ২৭ সেপ্টেম্বর ২০২৩

বোয়ালমারীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা    

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১১, ১৮ মার্চ ২০২১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামে দূর্বৃত্তদের হাতে আকমল শেখ নামের এক ব্যক্তি খুন হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহতের পরিবার জানায়, পোয়াইল গ্রামের জামাল মাতুব্বর গ্রুপ ও হাসমত মাতুব্বর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার দুই পক্ষই বঙ্গবন্ধুর জন্মদিন পালন শেষে রাতে খিচুড়ি ভোজের আয়োজন করে। আকমল সেখ অনুষ্ঠানের খিচুরি খেয়ে বাড়ির দিকে যাওয়ার পথে অন্ধকারে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে গলায় মারাত্মকভাবে কুপিয়ে আকমলকে ফেলে রেখে চলে যায়। পরে আকমলকে স্থানীয়রা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু ঘটে। 

বোয়ালমারী থানার ওসি নুরুল আলম বলেন, পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি।

আরকে// 


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি