ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেপটিক ট্যাঙ্কি থেকে শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৯, ২২ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরের বানিয়ারচালা এলাকার একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাঙ্কি থেকে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোমবার (২২ মার্চ) সকালে বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাঙ্কিতে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শান্ত মিয়া ময়মনসিংহের গফরগাঁও থানার উত্তর নয়াপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে। স্থানীয় এলাকায় সাদেক আলী ফুচকা বিক্রি করতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, শিশু শান্ত মিয়াকে নিয়ে তার বাবা গাজীপুরের বানিয়ারচালা এলাকায় স্থানীয় আফতাব উদ্দিন মুন্সির বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। রোববার বিকেলে শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে যান। এরপর থেকেই শিশুটিকে আর পাওয়া যাচ্ছিল না। স্বজন ও প্রতিবেশীরা রাতভর সম্ভাব্য সকল স্থানে খোজাখুঁজি করেও শিশুটিকে পায়নি।

সোমবার সকালে বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকিতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি