ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীমঙ্গলে কৃষি যন্ত্র বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি:

প্রকাশিত : ২২:১২, ৮ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সরকারী ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা ক্যাম্পাসে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫জন কৃষকের মধ্যে ৭০ শতাংশ ও ৫০ শতাংশ সরকারী ভুতুর্কিতে এ যন্ত্রগুলো কৃষকের হাতে তুলে দেন মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ।

এ সময় প্রধান অথিতির বক্তব্যে উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু দক্ষ নেতৃত্বে ও পরামর্শে দেশের কৃষি বিভাগ কৃষি ক্ষেত্রে আমুল পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন। খাদ্য ঘাটতির দেশে এখন কৃষি পন্য রপ্তানী হয়। 

এ সময় তিনি বলেন, অনেক সময় চালের দাম বাড়ে। কিন্তু এতে আমাদের কৃষকের উপকার হয়না। কিছু সংক্ষক মজুদদার এটি করে। লাভবান হয় তারা। মুলত এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লূৎফুল বারী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিলুফার ইয়াছমিন মুনালিসা সুইটি, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায় ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি