ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

নলছিটিতে ড্রেজার মালিককে ১ লাখ টাকা জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১৬, ২২ এপ্রিল ২০২১

নলছিটিতে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে বরিশালের ড্রেজার মালিক আরিফুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহম্মদ সাখাওয়াত হোসেন।

আজ ২২ এপ্রিল বৃহস্পতিবার  সকাল ১১টার দিকে পৌরসভার মল্লিকপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহম্মদ সাখাওয়াত হোসেন বলেন অভিযুক্ত ড্রেজার মালিক আরিফুর ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং আগামীতে এই অবৈধ বালুর ব্যবসা করবেনা বলে মুচলেকা দেওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।

উপজেলার স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসন এই অবৈধ বালু উত্তোলন ও ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান সহ আইনগত ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর বলেও জানান তিনি।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি