ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষ, ২৪ জনের লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৩৭, ৩ মে ২০২১ | আপডেট: ১২:০৬, ৩ মে ২০২১

শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট (পুরাতন ফেরিঘাট) এলাকায় বাল্কহেডের (বালু টানা কার্গো) সাথে স্পিডবোটের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। নৌ পুলিশের উদ্ধার অভিযান চলছে।

কাঁঠালবাড়ি নৌপুলিশ সূত্রে জানা গেছে, আজ (সোমবার) সকাল পৌনে ৭টায় শিমুলিয়া ঘাট থেকে যাত্রী বোঝাই করে একটি স্পিডবোট বাংলাবাজার ঘাটের দিকে আসছিল। সে সময় কাঁঠালবাড়ি ঘাট সংলগ্ন নদীতে নোঙর করে রাখা একটি বাল্কহেডের সাথে দ্রুতগামী স্পিডবোটের সংঘর্ষ হয়। 

খবর পেয়ে কাঁঠালবাড়ি নৌপুলিশ তৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করে। এ পর্যন্ত তারা ২৪ জনের লাশ উদ্ধার করেছে। আরও নিখোঁজ থাকতে পারে ধারণা করে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে। 

উল্লেখ্য, লকডাউনে গণপরিবহন বন্ধ রয়েছে। তাই লঞ্চের পাশাপাশি স্পিডবোট বন্ধ থাকার কথা। কিন্তু কিছু অসাধু বোড চালক কর্তৃপক্ষকে ম্যানেজ করে অবৈধভাবে যাত্রী পারাপার করে আসছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি