ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

সেতুর রেলিং ভেঙে খালে ট্রাক, প্রাণ গেল শ্রমিকের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪১, ২১ মে ২০২১ | আপডেট: ২১:৪৮, ২১ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেতুর রেলিং ভেঙে লবণবোঝাই একটি ট্রাক খালে পড়ে ট্রাকের নিচে চাপায় দুলাল (৪৪) নামে এক শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সোনারামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত দুলাল শেরপুর জেলার শ্রবরদী উপজেলার টাঙ্গরপাড়া এলাকার শেরু মিয়ার ছেলে। তিনি আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত সড়কে চলমান চারলেন প্রকল্পের শ্রমিক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, বিকেলে সিলেট অভিমুখী একটি লবণবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোনারামপুর এলাকার সেতু থেকে নিচে পড়ে যায়। এতে সেতুর পাশে কাজ করতে থাকা চারলেন প্রকল্পের শ্রমিক দুলাল ট্রাকটির নিচে চাপা পড়েন। পরে ট্রাকের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি