ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

বরিশালে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ব্যাপক ক্ষতি

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ২৭ মে ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ব্যাপক ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলে। জোয়ারের পানিতে বাঁধ ভেঙ্গে লোকালয়ে ঢুকে কয়েক ফুট উচ্চতায় প্লাবিত হয় নদী তীরবর্তী নিম্নাঞ্চলে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এ অঞ্চলের মানুষরা।

বিশেষ করে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিল, মরিচ, সোয়ামিন, ইরি ধান, বোরো ধান, বাদাম, ডেড়স, রেখা, জিঙ্গা, সিজনাল শাক-সবজি মিলে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান কৃষকরা। তবে ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করতে পারেনি জেলা প্রশাসন।

বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর, জয়নগর, বিদ্যানন্দপুর, চাঁনপুর, চর গোপালপুর, গোবিন্দপুর, দরিচর ইউনিয়নের কাঁচা রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি মাছের ঘের ও পানের বরজের ক্ষতি হয়েছে। এছাড়া চাঁদপুর ইউনিয়নে নির্মাণাধীন রাস্তা ও বিদ্যুৎ লাইনেরও ক্ষতি হয়েছে।

মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়ন, চরকালেখান ইউনিয়নে পানির স্রোতে সড়ক ভেঙ্গে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ইউনিয়নে মাছের ঘের প্লাবিত হয়েছে।

হিজলা উপজেলার হিজলা বাঁধের ৩শ’ মিটার বাঁধ ধ্বসে গেছে। নদী রক্ষা বাঁধ ভেঙ্গে গেছে বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নে। এছাড়া পাদ্রিশিবপুর ইউনিয়নে স্লুইসগেট ভেঙ্গে গেছে বলে জানা গেছে।

অপরদিকে অস্বাভাবিক জোয়ারের কারণে বরিশাল নগরের নিম্নাঞ্চলসহ মধ্যশহরের বেশ কিছু এলাকায় পানি প্রবেশ করে। তবে ভাটার সাথে সাথে তা নেমেও যায়। 

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি