ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রাজবাড়ীতে কর্মহীন ১৫০ পরিবারকে খাদ্য সহায়তা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫০, ২৩ জুন ২০২১

Ekushey Television Ltd.

চলমান করোনা পরিস্থিতিতে লকডাউন ঘোষণা করা হয়েছে রাজবাড়ী জেলাকে। এ অবস্থায় কর্মহীন হয়ে পরেছেন অনেকেই। দরিদ্র ওইসব কর্মহীন পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বপ্নের রাজবাড়ী ও শুভসংঘ সংগঠন। 

বুধবার (২৩ জুন) দুপুরে অসহায় দেড় শতাধিক পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল প্রদান করেছে সংগঠনটি।

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। 

এ সময়ে সহকারী অধ্যাপক সরোয়ার মোর্শেদ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন, প্রফেসর দীলিপ কুমার কর, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ, সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মণ্ডল, সাংবাদিক জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি