ঢাকা, শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলে করোনায় নতুন শনাক্ত ১২৬, মৃত্যু ১

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২, ২৫ জুন ২০২১

টাঙ্গাইল জেলায় গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যুসহ নতুন করে আরও ১২৬ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার শতকরা ২৩ দশমিক ২৯ ভাগ।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৪১টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১২৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী ৬ হাজার ৮৪৫ জন। মোট মৃত্যুর সংখ্যা ১০৬ জন।

এদিকে, করোনা সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল, এলেঙ্গা ও কালিহাতী এলাকায় চলছে কঠোর বিধিনিষেধ। আজ শুক্রবার ভোর ৬টা থেকে কালিহাতী পৌর এলাকায় আরও এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।

টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের আজ চতুর্থ দিন অতিবাহিত হচ্ছে। তিন পৌর এলাকায় বন্ধ রয়েছে গণপরিবহন। কাঁচা বাজার ও ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান। চলামান আছে আইনশৃংখলা বাহিনীর বিশেষ অভিযান।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি