ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

দৌলতদিয়ায় ফেরিঘাট ফাঁকা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৯, ২৮ জুন ২০২১

গত কয়েকদিন ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরিঘাটে ঘরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। ব্যস্ততম এই ঘাটে দেশব্যাপী লকডাউনের প্রথম দিন যাত্রীদের সেই ভিড় আর দেখা যায়নি, খুবই কমসংখ্যক লোককে চলাচল করতে দেখা গেছে।
 
আজ সোমবার (২৮ জুন) সকালে যে সকল ফেরি পণ্যবাহী ট্রাক নিয়ে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসে সেগুলোতে যাত্রীর সংখ্যা বিগত কয়েক দিনের চেয়ে অনেক কম ছিল। তবে প্রতিটি ফেরিতে ব্যক্তিগত যানবাহন দেখা যায়। 

এদিকে মহাসড়কে গণপরিবহন না থাকলেও রয়েছে অটোবাইক, তিন চাক্কার ইঞ্জিন চালিত বিভিন্ন প্রকার গাড়ী ও মোটরবাইক। এসকল যানবাহনে সাধারণ যাত্রীরা চলাচল করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ ফিরোজ শেখ জানান, পণ্যবাহী ট্রাক ও জরুরি যানবাহন নদী পারাপার করার জন্য এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। সেই সাথে যাত্রীও আসছে। তবে গত কয়েক দিনের চেয়ে আজ ঘরমুখি যাত্রী অনেক কম।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি