ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

খুলনা বিভাগে একদিনে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু

খুলনা বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৬, ৭ জুলাই ২০২১

খুলনা বিভাগে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৬০ জনের। যা এ যাবতকালের মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়েছে। এর আগে গত সোমবার সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ৫১ জনের। নতুন করে বিভাগে শনাক্ত হয়েছে ১ হাজার ৯শ’ জন। 

বুধবার (৭ জুলাই) এ খবর নিশ্চিত করে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় ২১ জন, বাগেরহাটে ৩ জন, নড়াইল ৪ জন, যশোরে ৬ জন, নড়াইল ৪ জন, মাগুরা ১ জন, ঝিনাইদহ ৭ জন, কুষ্টিয়ায় ১১ জন, চুয়াডাঙ্গায় ৫ জন ও মেহেরপুরে ২ জনের মত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় খুলনায় নতুন করে শনাক্ত হয়েছে ৫৮৫ জন। বাগেরহাটে নতুন শনাক্ত ১১৮ জন। সাতক্ষীরায় নতুন শনাক্ত ১১১ জন। যশোরে শনাক্ত হয়েছেন আরও ৩৭৩ জন। নড়াইলে নতুন শনাক্ত ৫১ জন। 

মাগুরায় গত ২৪ ঘণ্টায় ৭৩ জন শনাক্ত হয়েছেন। ঝিনাইদহে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৫৬ জন। কুষ্টিয়ায় নতুন শনাক্ত ২৩৪ জন। চুয়াডাঙ্গায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৩০ জন। মেহেরপুরে নতুন শনাক্ত ৬৯ জন। 

বিভাগে গত ২৪ ঘণ্টায় মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯শ’ জন।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি