ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

শিল্পকারখানা খোলার খবরে দৌলতদিয়া ঘাটে যাত্রীদের ভীড়

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১০:১২, ৩১ জুলাই ২০২১

Ekushey Television Ltd.

সরকার আগামীকাল ১ আগস্ট থেকে রফতানিমুখী সকল শিল্প ও কারখানা খোলা রাখার ঘোষণা দিয়েছে। এই খবরে ঢাকামুখী যাত্রীদের ভীড় বেরেছে দৌলতদিয়া ফেরি ঘাটে।

শনিবার (৩১ আগস্ট) সকাল থেকেই দৌলতদিয়া ঘাটের প্রতিটি ফেরিতে যাত্রীদের উপচে পরা ভীড় দেখা যায়।

যাত্রীরা জানান, তাদের প্রতিষ্ঠান আগামীকাল থেকে খুলে দিচ্ছে। তাই তারা ঢাকা যাচ্ছেন। তবে লকডাউনের মধ্যে ঘাটে আসতে তাদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। রিক্সা, অটো, মাহেন্দ্রসহ বিভিন্ন ছোট ছোট যানবাহনে তারা ঘাটে আসছে। 

অনেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলে ফেরিঘাটে আসছেন। তবে ভাড়া গুণতে হচ্ছে কয়েকগুণ বেশি।

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ আগস্ট সকাল ৬টা থেকে রফতানিমুখী সকল শিল্প ও কল-কারখানা বিধিনিষেধের আওতা বহির্ভূত রাখা হলো।’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি