ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

কুলাউড়ায় ৪২০০ পরিবার পেলো খাদ্য সহায়তা

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ৩ আগস্ট ২০২১

করোনায় ক্ষতিগ্রস্ত কুলাউড়া পৌরসভার কর্মহীন, দুঃস্থ ও অসহায় ৪ হাজার ২শ’ পরিবারকে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সরকারের ত্রাণ ও দুযোর্গ মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে এ খাদ্য সহায়তা দেয়া হয়।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে স্বাস্থ্যবিধি মেনে কুলাউড়া পৌর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এই খাদ্য সহায়তা প্রদান করেন মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, ওসি তদন্ত আমিনুল ইসলামসহ কুলাউড়া পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা।

কুলাউড়া পৌর এলাকায় করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবহন, হোটেল শ্রমিক, কমিউনিটি সেন্টার, সেলুন, বিউটি পার্লার কর্মিসহ বিভিন্ন পেশার কর্মহীন ও দুস্থ-অসহায় ৪ হাজার ২শত পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

বিতরণকৃত প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল রয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি