ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রাজবাড়ীতে শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন

রাজবাড়ী প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:১১, ৫ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক শেখ মুজিবুর রহমানের  জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গন মঞ্চে শেখ কামালের প্রতিকৃকিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় স্থানীয় সাংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, জেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারী দপ্তর ও প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, বীর মুক্তিযোদ্ধাসহ সরকারী দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা।

পড়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেখ কামালের জন্মবার্ষিকীর আলোচনা সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভাচ্যুয়ালে মিটিং এ অংশ গ্রহন করেন।

এরআগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত বঙ্গবন্ধু'র ভাষ্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন জেলা প্রশাসন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি