ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ১৫ আগস্ট ২০২১

ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

আজ রোববার ১৫ আগস্ট সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। 

সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর। আলোচনা সভায় বক্তব্য রাখেন নলছিটি থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আতাউর রহমান, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার, আবদুল কাদের মোল্লা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ, পৌর অওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস, যুবলীগ নেতা মামুন তালুকদার প্রমুখ।

অপরদিকে সকাল ১১টায় আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের অয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নলছিটি পৌরসভার মেয়র আঃ ওয়াহেদ খান, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান মের্শেদা লস্কর, সাবেক ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ,  পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. এস্কান্দার আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু, নাচন মহল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম।

এছাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সরদার, সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান, যুবলীগ নেতা মামুন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শরীফ মিজানুর রহমান লালন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি পারভেজ হোসেন হান্নান প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। নলছিটি সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যাক্ষ মাওলানা মো. বাহাউদ্দিন দোয়া মোনাজাত পরিচালনা করেন। 

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি