ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

রাজবাড়ীতে মঞ্চস্থ হলো নাটক ‘অভিশপ্ত আগস্ট’

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৮, ২৮ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

জেলা পুলিশের আয়োজনে ১৫ আগস্ট ১৯৭৫ সালের নৃশংস হত্যাকাণ্ডের উপর ইতিহাস আশ্রয়ী গবেষণালব্দ নাটক ‘অভিশপ্ত আগস্ট’ রাজবাড়ীতে মঞ্চস্থ হয়েছে।

রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমানের পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলন এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমানের রচনা ও নির্দেশনায় ২২তম বারের মত এ নাটক মঞ্চস্থ হয়। ৩১ জন পুলিশ সদস্য অভিনয়ে অংশ নেন।

রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতুসহ জনপ্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাসহ অনেকে। 

৭০ মিনিটের এ ইতিহাস নির্ভর নাটকে দেশ ও বঙ্গবন্ধুর জীবন কাহিনী ফুটে ওঠেছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি